একজন Freelancer & Developer-এর গল্প: Fiverr-এ Active থাকার ঝামেলা আর আমার সমাধান
আমি নতুন ফ্রীলান্সিং শুরু করেছি। Fiverr-এ সফল হতে গেলে সবসময় active থাকা জরুরি। কিন্তু দিনে বারবার page refresh বা route change করা… সত্যিই বিরক্তিকর। 😩
প্রথমে আমি ready-made extension ব্যবহার করেছিলাম। প্রথমে কাজ করছিল, কিন্তু কয়েকদিন পর Fiverr এটাকে bot ধরে ফেলল। এর ফলে বারবার human verification দিতে হলো। এটা অনেক প্যাঁরা মনে হচ্ছিল।
তখন মনে হলো—“আমি তো developer! নিজের জন্য একটা smarter solution বানাই।”
🎯 ফলাফল: নিজেই বানিইয়ে নিলাম Auto Random Route Visitor Chrome Extension।
Extension-এর কাজ কী?
Fiverr-এর base URL নিজেই ডিটেক্ট করে নেয়।
আপনার দেওয়া route/page র্যান্ডমভাবে ভিজিট করে।
ভিজিটের সময়ও র্যান্ডম । এটা মিনিমাম ৩০ সেকেন্ড আর মাক্সিমাম ইউজার সিলেক্ট করে দিতে পারবে, তাই Fiverr কখনও bot মনে করবে না।
UI-তে দেখায়:
এখন active আছে কি না
পরবর্তী ভিজিট কত সময় পর হবে
কোন route/page ভিজিট হচ্ছে
কীভাবে ব্যবহার করবেন:
1️⃣ Zip file ডাউনলোড করুন https://drive.google.com/file/d/1vf0aHj1q3UbBQV2PLY8yQlHVOjjuUYZ6/view?usp=sharing
2️⃣ Zip unzip করুন যে folder তৈরি হবে, সেটি ব্যবহার হবে।
3️⃣ Chrome Extension → Developer Mode চালু করুন Chrome → Extensions → Manage extensions → Developer Mode On
4️⃣ Load Unpacked Unzip করা folder select করুন। Extension Chrome-এ লোড হবে।
5️⃣ Route/Page links দিন Extension-এর input field-এ আপনার Fiverr route/page লিঙ্কগুলো দিন। যে সব পেজ এ আপনি ভিসিট করাতে চান ।
6️⃣ Extension চালু করুন এখন এটি র্যান্ডম সময়ে র্যান্ডম route/page ভিজিট করবে এবং Fiverr-এ active status ধরে রাখবে।
🔗 Github Repository: https://github.com/mohammad-atikuzzaman/auto-random-route-visitior
এটা শুধু একটি tool নয়—এটা আমার বাস্তব সমস্যা সমাধান করেছে। আপনি চাইলে নিজে ট্রাই করে দেখতে পারেন বা ইনবক্সে প্রশ্ন করতে পারেন। আপনার freelancer বন্ধুদেরও শেয়ার করুন—তাদেরও জীবন সহজ হয়ে যাবে!